অদ্ভুত মানব চরিত্রে ঘেরা পৃথিবী
এম. এইচ কবীর : দেওয়ার ক্ষমতা থাকে না, আবার নেওয়ারও ক্ষমতা থাকে না। কেউ দেয় , আবার কেউ বা নেয়। সবাই সবকিছু করতে পারে না। সবাই সব কিছু বুঝে না বা বুঝতে চায় না। আবার কেউ বুঝে কেউ বুঝেও না বুঝার ভান করে। অদ্ভুত মানব চরিত্রে ঘেরা পৃথিবী, যেন রহস্যে গোলক ধাঁধা !

ভরা পূর্ণিমায় জ্যোৎস্নায় প্লাবিত হতে সবার ভালো লাগে। কারো কারো আবার ভাল লাগে অমাবস্যার অন্ধকার। হয়তো কারো ভাল লাগে বৃষ্টিতে ভিজতে।
আসলে সবসময় সবকিছু পরিকল্পনায় মাফিক হবে এর কোন মানে নেই । মাঝে মধ্যে উদ্ভট কিছু হওয়াটাও কিন্তু জরুরি।
No comments