হানিফ সংকেতের ইত্যাদি এবার নীলফামারীতে
ভিউ পয়েন্টঃ ইতিহাস,
ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয়
স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের
ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ
করা হচ্ছে নীলফামারীর উত্তরা
ইপিজেডের অভ্যন্তরে।
![]() |
নীলফামারীর উত্তরা ইপিজেড |
উত্তরা
ইপিজেডের শ্রমিকদের নিয়ে পাশাপাশি ইত্যাদিতে
তুলে ধরা হবে ব্রিটিশদের
নীলচাষের ইতিহাস, নীলফার্মার, নীল খামারী, নীলফামিং
থেকে আজকের নীলফামারী জেলার
উল্লেখযোগ্য স্থাপনা ও বৈশিষ্ট্য।
ইত্যাদির মূল মঞ্চটি তৈরি
করা হয়েছে উত্তরা ইপিজেডের
অভ্যন্তরে। মঞ্চের
সামনে ছয় হাজার দর্শকের
আসন করা হয়েছে।
ইত্যাদি রচনা, পরিচালনা ও
উপস্থাপনা করবেন হানিফ সংকেত।
নীলফামারীর উত্তরা ইপিজেডের পর্বটি
আগামী ২৮ সেপ্টেম্বর শুক্রবার
রাত ৮টার বাংলা সংবাদের
পর বিটিভি ও বিটিভি
ওয়ার্ল্ডে প্রচারিত হবে।
No comments