ব্লুটুথ Bluetooth
ব্লুটুথ Bluetooth
![]() |
Bluetooth logo |
ব্লুটুথ হল ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতির
মধ্যে সংযোগ সাধনের একটি
আধুনিক পদ্ধতি।এটি তারহীন এবং স্বয়ংক্রিয়।৯০০
খ্রীস্টাব্দের পরবর্তী সময়ের ডেনমার্কের রাজা
Harald Bluetooth-এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ
করা হয়েছে।
যখন একাধিক যন্ত্রাংশ-এর
মধ্যে সংযোগ সাধনের প্রয়োজন
হয় তখন উহাদের মধ্যে
তথ্য আদান-প্রদানের পূর্বে
বেশ কয়েকটি বিষয় নিশ্চিত হতে
হয়। প্রথম বিষয়টি হল
বস্তুগত-যা নিশ্চিত করে
যে যন্ত্রাংশ গুলো তার-এর
মাধ্যমে নাকি বিনা তারে
যোগাযোগ সাধন করবে।আবার তার
ব্যবহৃত হলে কতগুলো প্রয়োজন
তা-ও জানা প্রয়োজন।
বস্তুগত ব্যাপারটি নিশ্চিত হবার পরে আরও
বেশ কয়েকটি প্রশ্ন এসে হাজির
হয়। সেগুলো হল-কতগুলো
তথ্য একত্রে প্রেরিত হবে,
অর্থাৎ ১বিট নাকি একাধিক
বিট? আবার এটাও নিশ্চিত
হতে হয় যে,ঠিক
যেই তথ্য পাঠানো হয়েছে
ঠিক সেই তথ্যই গৃহিত
হল কিনা।অর্থাৎ সঠিক তথ্য প্রাপ্তির
নিশ্চয়তা প্রয়োজন। ব্লুটুথ প্রযুক্তিতে রেডিও ফ্রিকোয়ান্সির মাধ্যমে
সংযোগ সাধন করা এবং
সঠিক তথ্য প্রাপ্তী নিশ্চিত
হয়।
No comments