Header Ads

Best Electronics

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর


ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর


একদিন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কয়েক বন্ধু মিলে তাকে অনুরোধ করলেন-তার বাসর রাতের অভিনব অথচ চমকপ্রদ ঘটনাটি ফের বর্ণনা করার জন্য। বিদ্যাসাগর শুরু করলেন

বাসর রাতে বাসর ঘরে ঢুকেই দেখি বেশ কয়েক সুন্দরী তরুণী বসে আছে। সবারই মুখ প্রায় আচ্ছাদিত। কারো মুখের অবয়ব আঁচ করা যাচ্ছে না। তাই আমার বউকে শনাক্ত করাও ছিল অসম্ভব

এমন সময় এক প্রৌঢ়া আমাকে উদ্দেশ্য করে বললেন, ‘ওহে, বর মহাশয়, এদের মধ্য থেকে তোমার বউ খুঁজে নাও।আমি বুঝলাম তারা আমাকে বোকা বানাতে চায়। তাই একটু ভাবলাম- কি করা যায়? আমি কালবিলম্ব না করে এক তরুণীতে ঝাঁপটে ধরে বললাম, ‘এই যে আমার বউ, আসলে কিন্তু ওই তরুণী আমার বউ ছিল না, ফলে ওর অবস্থা তো-ছেড়ে দে মা, কেন্দে বাঁচি।’ 

প্রৌঢ়া মহিলা বলতে লাগল, ‘, তোমার বউ নয়। ওকে ছেড়ে দাও।আমি বললাম, ‘না-না, আমি ঠিকই ধরেছি। এই- আমার বউ। একে দিয়েই আমার চলবে। অবস্থায় ওই প্রৌঢ়া মহিলা, আমার আলিঙ্গনাবদ্ধ তরুণী এবং অন্য আর এক তরুণী ছাড়া অন্য সবাই ছুটে পালাল
এতে আমার বুঝতে আর কোনো সমস্যা হলো না কে আমার বউ। এদিকে আমার আলিঙ্গনাবদ্ধ তরুণী আমার হাত ধরে বলতে লাগল, ‘আমায় ছেড়ে দিন, আমি আপনার বউ বের করে দিচ্ছি।আমি তাকে ছেড়ে দিয়ে বললাম, ‘তার আর দরকার নেই, দেখছো না, ওই যে আমার বউ কত অধীর আগ্রহে আমার অপেক্ষায় বসে আছে।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.