বর্তমান বলে আমাদের কি কিছুই থাকবে না?
কবীর হুমায়ুনঃ গণতন্ত্র কি তা
আমরা কখনো দেখিনি, সত্যিকারের গণতন্ত্র কি তা আমরা জানিও না, পড়েছি হয়তো বইয়ের পাতায়।
আমাদের নেতাদের কাছে গণতন্ত্র মানে জনগনকে পুড়িয়ে মারা। আর ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করা।
তারা ক্ষমতা থাকার জন্য বা ক্ষমতা যাওয়ার জন্য যে কোন হীন কাজ নাই যা করতে পারে না।খাঁটি
গণতন্ত্র উপভোগকারী জনগণ পৃথিবীর মোট জনসংখ্যার পাঁচ থেকে ছয় শতাংশের বেশি হবে না।
কাজেই ওসব গণতন্ত্রের কথা শুনে আমাদের লাভ নাই।আমি শুধু বলতে চাই এ দেশটা আমাদের সবার।
এ দেশে আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমরা আমাদের দেশটাকে
সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে দেখতে চাই না।
![]() |
গণতন্ত্র |
দেশে অনেক জ্ঞানীগুনী
ব্যক্তি আছেন দয়া করে তাদের সঙ্গে নিয়ে কিছু একটা সমাধানে পোঁছানোর ব্যবস্থা করুন।
এ দেশ শুধু কোন রাজনৈতিক নেতানেত্রী নয়, সাধারণ মানুষেরও অধিকার আছে। অধিকার হয়তো কেউ দেবে না, কিন্তু শান্তিতে বাঁচতে দিতে হবে।
আর কতদিন রাজনীতিকরা তাদের ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ক্ষমতার লোভে তথাকথিত গণতন্ত্রের
নামে আমাদের স্বজনদের রক্ত ঝরাবে? ভোটের রাজনীতি নামে দেশ বিরোধীদের নিয়ে বিচারের প্রহসন
করে তারে এদেশে পুনবাসন করবে? অবরোধ, হরতাল ডেকে ঘরে বসে ভাড়া করা দুষ্ট লোক দিয়ে মানুষ
মারার কাজ করেও তারা দিব্যি আইনের চোখে সম্মানিত রাজনীতিক! আমরা কোন সভ্য সমাজে আছি?
এসব আর কত কাল আমাদের সহ্য করতে হবে? আমরা কি শুধুই তাকিয়ে থাকবো আগামী দিনের দিকে?
বর্তমান বলে আমাদের কি কিছুই থাকবে না?
No comments