মেমোরি কার্ড ভালো রাখার ৫ উপায়
মেমোরি কার্ড ভালো রাখার ৫ উপায়
![]() |
মেমোরি কার্ড |
১. মেমোরি কার্ড কখনোই পেনড্রাইভ হিসেবে ব্যবহার করবেন না।
২. কার্ডরিডারের বদলে ডাটা কেবল ব্যবহার করুন। কারণ কার্ডরিডার ব্যবহার করলে মেমোরি কার্ডের ওপর বেশি চাপ পরে।
৩. মেমোরি কার্ড ফরম্যাট করার প্রয়োজন হলে কম্পিউটারের বদলে মোবাইল ফোনদিয়ে ফরম্যাট করুন। মনে রাখবেন, মোবাইল ফোনের মেমোরি কার্ড শুধু মোবাইলেরজন্যই তৈরি করা হয়েছে। এটাকে কম্পিউটারে ব্যবহার না করাই ভালো।
৪. আপনার মোবাইল ফোনে যতটুকু পরিমাণ মেমোরি কার্ড সাপোর্ট করে, এরঅর্ধেক মেমোরি কার্ড আপনার মোবাইল ফোনে ব্যবহার করুন। এতে আরও অর্ধেক ডাটারাখুন।
৫. মোবাইল ফোনে একটানা বেশি সময় ধরে গান শোনা অথবা ভিডিও দেখা উচিতনয়। কারণ এতে মেমোরি কার্ড ও মোবাইল ফোনের ব্যাটারি দুটির ওপরই বেশি চাপপড়ে।
No comments