Header Ads

Best Electronics

মানুষের শরীর সম্পর্কিত কিছু তথ্য


মানুষের শরীর সম্পর্কিত কিছু তথ্য
মানুষের শরীর সম্পর্কিত কিছু তথ্য

একজন পুরুষ দৈনিক ৪০ টা চুল হারায় আর নারী হারায় ৭০ টা চুল
আমাদের শরীরের রক্তে যেই পরিমান লবন আছে তা একটা সাগরে থাকা লবনের সমান
আপনি প্রতিদিন সকালে তুলনামূলকলম্বা হয়ে যান রাতের সময়ের চেয়ে
হৃৎপিণ্ড পুরো শরীরে সারাদিন গড়ে এক হাজার বার রক্ত সঞ্চালন করে থাকে
চোখের পাপড়ি আয়ুকাল ১৫০ দিন
চোখের ভ্রু তে প্রায় পাঁচশো টি চুল আছে
মানুষের শরীরের গড়ে প্রায় একশো বিলিয়ন নার্ভ সেল রয়েছে
মানুষ কখনই চোখ খোলা রেখে হাঁচিদিতে পারেনা
মানুষের শরীরে হাড় জমাট বাধা কংক্রিট এর চেয়ে বেশি শক্ত
জিহ্বা স্বাদের মুল প্রতি ১০ দিন পর পর নষ্ট হয়ে যায়
বাচ্চারা বসন্তকালীন সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে
চোখ সারা জীবন একই আকারে থাকলেওনাক এবং কান বেড়ে উঠে
আমরা জন্মের সময় ৩০০ টা হাড় নিয়ে জন্মাই কিন্তু আমরা যখন পূর্ণবয়স্ক হই তখন আমাদের হাড় হয়ে যায় ২০৬ টা
মানুষের মাথার খুলি ভিন্ন রকমের ২৬ টি হাড় ইয়ে তৈরি
হাতের নখের মত পদার্থ দিয়েই তৈরি হয়েছে চুল
শরীরের ভেতরের সমস্ত যন্ত্রাংশকার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়যখন আমরা হাঁচি দেইইভেন আমাদের হার্ট
জিহ্বা মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশী
একজন আদর্শ মানুষ দৈনিক ছয়বার বাথরুমে যায়
মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে সেকেন্ড
বাচ্চাদের জিহ্বা স্বাদের মুল পূর্ণবয়স্ক একজন মানুষ থেকে অতি স্বাদ প্রিয়
হাঁচির সময় মানুষের নাক দিয়ে বাতাস বের হয় ১০০ কিঃমিঃ বেগে
আপনি যেই পেশীর উপর বসে থাকেন সেটিই আপনার শরীরের সবচেয়ে বড় পেশী
সবচেয়ে ছোট হাড় হচ্ছে কানের হাড়

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.