Header Ads

Best Electronics

দেশের বাজারে নকিয়া ৬.১ প্লাস স্মার্টফোন



ভিউ পয়েন্ট ডেস্কঃ দেশের বাজারে নতুন স্মার্টফোন নকিয়া . প্লাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল অ্যান্ড্রয়েড ওয়ানচালিত স্মার্টফোনে রয়েছে . ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে
নকিয়া ৬.১ প্লাস স্মার্টফোন

এইচএমডি গ্লোবালের প্যান এশিয়ার ব্যবস্থাপক সন্দীপ গুপ্ত বলেছেন, নকিয়া ব্যবহারকারীদের প্রত্যাশার দিক বিবেচনায় নতুন নকশার ফোন আনা হচ্ছে। নির্দিষ্ট ফোকাসের, নিরাপত্তা হালনাগাদ অ্যান্ড্রয়েড ফোন আনা হচ্ছে। অলস্ক্রিন নকশার . প্লাস অ্যান্ড্রয়েড ওয়ান পরিবারে নতুন ফোন হিসেবে যুক্ত হচ্ছে। ফোনটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রযুক্তি। কোয়ালকম ৬৩৬ চিপসেটের ফোনটিতে অপটিমাইজড হার্ডওয়্যার টাইপ সি ইউএসবি চার্জিংসুবিধা থাকছে। ফোনটির পেছনে ১৬ মেগাপিক্সেলে ক্যামেরা রয়েছে। এর সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের
ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের আওতায় বাজারে আনার উদ্বোধনের পর তিন বছরে প্রতি মাসে সিকিউরিটি প্যাচ বছরের ওএস আপডেট পাওয়া যাবে। এতে গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল ফটোস সুবিধাও থাকছে। ফোনটির দাম হবে ২৭ হাজার ৯৯০ টাকা

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.