নকিয়ার ৯ ফ্ল্যাগশিপের পিছনে পাঁচটি ক্যামেরা
ভিউ পয়েন্ট ডেক্সঃ
ফাঁস হওয়া ছবিতে নকিয়া ৯
ফ্ল্যাগশিপের পেছনে পাঁচটি রেয়ার
ক্যামেরা দেখা গেছে।
তবে ক্যামেরাগুলো কত মেগাপিক্সেলের তার
কোনো কিছু সম্পর্কে জানা
যায়নি।
ছবিটি
সত্য কিনা সেটা নিয়ে
সন্দেহ দূর করার জন্য
এক্সডিএ বলেছে, অনলাইনে সব
সময় এমন ছবি ঘুরে
বেড়ায়। কিন্তু
কোনটা প্রকৃত ওই ডিভাইসের
ছবি সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে
প্রশ্ন থেকে যায়।
![]() |
নকিয়ার ৯ ফ্ল্যাগশিপের পিছনে পাঁচটি ক্যামেরা-ভিউ পয়েন্ট |
বিশেষ
করে উইবো এবং চীনের
বিভিন্ন প্লাটফর্ম ও ব্লগে এমন
খবর, ছবি সব সময়
‘ফাঁস’ হয়েছে বলে দাবি
করা হয়। কিন্তু
তার একেবারে সিংহভাগই সত্য হয়।
এক্সডিএ বলছে, আমরা এমন
একটা মাধ্যম থেকে ছবিটি
পেয়েছি যা খুবই বিশ্বাসযোগ্য।
নকিয়ার
ছবি ফাঁস করায় এর
আগেই এক্সডিএর জ্যেষ্ঠ সদস্য হিকারি কালিক্সহাত
জানিয়েছেন। তার
ফাঁস করা বেশিরভাগ ছবিই
পরে মিল পাওয়া গেছে
ডিভাইসের সঙ্গে। তবে
ছবিটি প্রথম পাওয়া যায়
আইটি হোমস ফোরামের পেজে। আইটি
হোমস নিজেরা ধারণা করছে
এটি নকিয়া ১০ নামে
বাজারে আসতে পারে।
নকিয়া পাওয়ার ইউজার নামের
একটি গ্রুপ দাবি করছে
তাদের কাছে ডিভাইসটির ব্যাক
প্যানেলের ছবি আছে।
যেখানে পেন্টা মডিউল লেন্সের
ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
No comments