Header Ads

Best Electronics

সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে সজল!



ভিউ পয়েন্ট ডেস্কঃ অনেক জল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলআর তার হবু স্ত্রী হচ্ছেন, তারই ফুফাতো বোন জাহারা মিতু তবে তা বাস্তবে নয়, সৈয়দ ইকবালের রচনা নাজমুল রনির পরিচালনায় পারিবারিক গল্পের একটি নাটকের দৃশ্যে দেখা যাবে এই বিয়ের অনুষ্ঠান নাটকটির নামঅন্তহীন অপেক্ষা
বিয়ের পিঁড়িতে সজল

এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘একটি ভিন্ন ধাঁচের গল্প এটি। চরিত্রটিও আমার পছন্দের। কেমন অভিনয় করেছি তা দর্শক দেখে বুঝতে পারবেন। আমার বিশ্বাস, দর্শকের মনের মতো হবে নাটকটি। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে
শিগগিরই এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান। এছাড়া বদিউল আলম খোকন পরিচালিতহারজিৎনামে একটি ছবিতেও অভিনয় করছেন সজল। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি
ছবির গানের কাজ বাকি আছে বলে জানিয়েছেন সজল শিগগিরই এর শুটিং শেষ করে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.