এশিয়া কাপের ৬ দলের স্কোয়াড
ভিউ পয়েন্ট
ডেক্সঃ সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের ১৪তম আসর। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে যাচ্ছে বিশ্ব। এবারের আসরে অংশ নিচ্ছে ছয় দল। আগে থেকেই নির্ধারিত ছিল এশীয় ক্রিকেটের শীর্ষ পাঁচ দল- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। বাছাইপর্বের গণ্ডি পেরিয়ে এসেছে হংকং।
![]() |
এশিয়া কাপের ৬ দলের স্কোয়াড |
দুটি গ্রুপে ভাগ হয়ে
খেলবে দলগুলো। ‘এ’
গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান
ও হংকং। ‘বি’
গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা ও
আফগানিস্তান। এশিয়া কাপের পর্দা
নামবে ২৮ সেপ্টেম্বর ফাইনালি
লড়াইয়ের মধ্য দিয়ে।
প্রায় দুই সপ্তাহব্যাপী এ
টুর্নামেন্টে মোট ম্যাচ হবে
১৩টি। গ্রুপপর্বের পর হবে সুপার
ফোর। এর পর ফাইনাল।
দলগুলো এখন শেষ মুহূর্তের
প্রস্তুতি সারছে। তা কেমন
হয়েছে দলগুলো? তাতে ঠাঁই পেয়েছেন
কারা? কৌতূহলী পাঠকদের চাহিদা নিবৃত্ত করতেই
আমাদের এ আয়োজন-
বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক),
সাকিব আল হাসান, তামিম
ইকবাল, লিটন কুমার দাস,
মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম,
আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ,
মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল
হোসেন শান্ত, মেহেদি হাসান
মিরাজ, নাজমুল ইসলাম অপু,
রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান
ও আবু হায়দার রনি।
আফগানিস্তান স্কোয়াড: আজগর আফগান (অধিনায়ক),
মোহাম্মদ শাহজাদ, এহসানউল্লাহ জান্নাত, জাভেদ আহমাদি, রহমত
শাহ, হাশমতউল্লাহ শহিদী, মোহাম্মদ নবী,
গুলবদিন নাইব, রশিদ খান,
নাজিবউল্লাহ জাদরান, মুজিব-উর-রহমান,
আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি,
মুনির আহমাদ, সায়েদ শিরজাদ,
শারাফউদ্দিন আশরাফ ও ইয়ামিন
আহমেদজাই।
শ্রীলংকা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল
মেন্ডিস, উপুল থারাঙ্গা, শেহান
জয়াসুরিয়া, থিসারা পেরেরা, দাশুন
শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা
ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন
রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চামিরা,
লাসিথ মালিঙ্গা ও নিরোশান ডিকভেলা।
পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল হক, বাবর
আজম, শান মাকসুদ, শোয়েব
মালিক, হারিস সোহেল, শাদাব
খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ,
হাসান আলি, জুনায়েদ খান,
উসমান খান, শাহিন আফ্রিদি,
আসিফ আলি ও মোহাম্মদ
আমির।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক),
শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি
রাইডু, মনিশ পান্ডে, কেদার
যাদভ, এমএস ধোনি, দিনেশ
কার্তিক, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জুজবেন্দ্র
চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর
কুমার, জাসপ্রতি বুমরাহ, শার্দুল ঠাকুর ও খলিল
আহমেদ।
হংকং স্কোয়াড: আংশুমান রাথ (অধিনায়ক), আইজাজ
খান, বাবর হায়াৎ, ক্যামেরুন
ম্যাকেলসান, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান
নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিনচিত
শাহ, নাদিম আহমেদ, নিজাকাত
খান, রাগ কাপুর, স্কট
ম্যাককেনি, তানভীর আহমেদ, তাম্ভীর
আফজাল, ওয়াকাস খান ও
আফতাব হুসেইন।
No comments