Header Ads

Best Electronics

সময় বাঁচাবে উড়ন্ত গাড়ি



ভিউ পয়েন্ট ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে যানজট অনেক ভয়াবহ আকার ধারণ করেছে যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘন্টা যানজটে সময় বাঁচাতে এবার ফিলিপাইন্সের একজন উদ্ভাবক উড়তে পারে এমন একটি গাড়ি তৈরি করেছেন, যাকে ফ্লাইং স্পোর্টস কার বলছেন তিনি
সড়কে সময় নষ্ট থেকে বাঁচতে ভবিষ্যতে পরিবহণ ব্যবস্থা কেমন হবে, এই গাড়িতে তারই প্রকাশ ঘটেছে বলে মনে করা হচ্ছে৷
উড়ন্ত গাড়ি

ড্রোনের প্রযুক্তি
মানুষহীন ছোট ড্রোনে ব্যবহৃতমাল্টিকপ্টারপ্রযুক্তিতে পরিচালিত হয় এই গাড়ি। এর উদ্ভাবক কিজ মেনদিওলা ক্যামেরা চালাতেন, এক সময় নাচতেন তিনি
উড়বে ২০ ফুট উঁচুতে
কনসেপ্টো মিলেনিয়ানামের এই গাড়ি ঘণ্টায় ৩৭ মাইল বেগে ২০ ফুট পর্যন্ত উঁচুতে উড়তে পারে। তবে এর প্রথম ফ্লাইট হয় ১০ মিনিটের মতো অভিনব এই গাড়িতে উড়ছেন একজন সাংবাদিক
বাঁচিয়ে দেবে কয়েক ঘণ্টা
২২০ পাউন্ড (প্রায় ১০০ কেজি) বহণে সক্ষম এই উড়ন্ত গাড়িয় ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলার মতো যানজটের শহরগুলোতে চলাচলের জন্য কয়েক ঘণ্টা সময় বাঁচিয়ে দেবে বলে জানান মেনদিওলা
অস্ট্রিলয়ান কোম্পানি
ছয়টি লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলে এই গাড়ি। এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্প এগিয়ে নেয় স্টার নামের একটি অস্ট্রেলিয়ান কোম্পানি৷। অভিনব এই গাড়িতে উড়ছেন একজন সাংবাদিক৷
উড়িয়ে রাখে মটর
ক্রাফট্স ১৬ রোটারি মটর এই গাড়িকে উড়িয়ে রাখে। উড়তে উড়তে যাওয়ার সুবিধা সম্পর্কে মনেদিওলা বলেন, ‘সড়কে কোনো দূরত্বে যেতে যেখানে এক ঘণ্টা লাগবে, সেখানে এতে আপনি মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন৷
ফিলিপাইন্সের বাতানগাস প্রদেশে নিজের উদ্ভাবিত উড়ন্ত গাড়ির পরীক্ষা চালানোর পর আনন্দ উদযাপন করেন কিজ মেনদিওলা

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.