Header Ads

Best Electronics

খোঁড়া ও কানা রাজা


খোঁড়া কানা রাজা

এক রাজার এক চোখ কানা এক পা খোঁড়া। রাজা চাইছেন তার জন্যে যেন একটি ছবি আঁকা হয়। তিনি সেটা দরবারে ঝুলিয়ে রাখবেন। কেউ সাহস পায়না
খোঁড়া ও কানা রাজা

সাহস পাবে কিভাবে? গত বছর যখন এক শিল্পী তার ছবি এঁকেছিল, রাজদরবারের সবাই হেসেছিল, রাজা তাকে শূলে চড়িয়েছিলেন। হঠাৎ এক ছোট্টমত শিল্পী বলে উঠলো আমি আঁকব। শিল্পী আঁকতে বসলেন I ছবিটি এত সুন্দর হলো যে সবাই মুগ্ধ হয়ে গেল। ছবিতে আছে:
রাজা এক পা বেঁকিয়ে, এক চোখ বন্ধ করে বন্দুক দিয়ে একটি হরিণকে তাক্ করছেন। রাজদরবারের সবাই এক বাক্যেআহা কি সুন্দর ছবি রাজা তাকে মন্ত্রী বানালেন
পাঠক, পৃথিবীতে সবাই পারফেক্ট হয়ে জন্মায়না। যদি কারও খুঁত থাকে সেটা বড় করে দেখার কোন কারণ নেই। যদি কারও মধ্যে ছোট্ট কোন গুণ থাকে, তার প্রশংসা করুন। সে খুশী হবে আর আপনি সারাজীবন তার ভালবাসা পাবেন
( একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে )
সংগ্রহিত

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.