Header Ads

Best Electronics

নাইজেরিয়ায় বিস্ফোরণ: নিহত ৩৫



ভিউ পয়েন্ট ডেক্সঃ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গ্যাস স্টেশন বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত,আহত শতাধিক স্থানীয় সময় সোমবার নাসারাওয়া শহরের হাইওয়েতে থাকা ফিলিং স্টেশনের সামনে রাখা সিলিন্ডারবাহী একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটে খবর রয়টার্স

নাইজেরিয়ায় বিস্ফোরণ নিহত ৩৫-view point

রাজধানী আবুজা উত্তর এবং দক্ষিণাঞ্চলীয় নাইজেরিয়াকে সংযোগ স্থাপনকারী লাফিয়া-মাকুর্দি সড়কের একটি পেট্রল স্টেশনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে

দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক উসমান আহমেদ জানান, একটি ট্রাকের লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের সংস্পর্শে আসায় বেড়েছে ক্ষতি। সময় স্টেশনে গ্যাস সংগ্রহে আসা ক্রেতা এবং কর্মকর্তারা হতাহতের শিকার হন। অগ্নিদগ্ধদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.