Header Ads

Best Electronics

কম ঘুমে অকালমৃত্যুর আশঙ্কা!






ভিউ পয়েন্ট ডেস্ক : রাতে কমপক্ষে ছয় ঘণ্টার কম ঘুম আপনার অকালমৃত্যুর কারণ হতে পারেবৃটেন ও ইতালির গবেষকরা এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেনতারা বলেছেন, যারা ছয় ঘণ্টার কম ঘুমায়, ২৫ বছর বয়সের পর তাদের মৃত্যুর হার ছয় ঘণ্টা বা তার বেশি যারা ঘুমায় তাদের চেয়ে ১২ শতাংশ বেশিতাদের মতে, ছয় ঘণ্টা বা তার বেশি ঘুমই হলো আদর্শবা পরিমিতঘুম

অবশ্য ৬-৭ ঘণ্টার চেয়ে বেশি ঘুমও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হতে পারেযেমন-কেউ যদি ২৪ ঘণ্টার মধ্যে একটানা নয় ঘণ্টাই ঘুমিয়ে কাটায়, তবে তার অকালমৃত্যুর আশঙ্কাও গবেষকরা উড়িয়ে দিচ্ছেন না
 
কম ঘুমে অকালমৃত্যুর আশঙ্কা!


দেড় কোটি লোকের ওপর ১৬টি জরিপ চালিয়ে তার ফলাফল জানানো হয়েছে ঘুম বিষয়ক একটি জার্নালেবর্তমানের এ রিপোর্টটি অবশ্য এর আগে বৃটেন, আমেরিকা, এশিয়ার দেশগুলোতে পরিচালিত ঘুম ও মৃত্যুর সম্পর্ক বিষয়ক জরিপের দিকে লক্ষ্য রেখেই পরিচালিত হয়েছেদুটো জরিপেই অকালমৃত্যুর সঙ্গে কম ও বেশি ঘুমের যোগসূত্রের কথা বলা হয়েছে

তবে দুটোর মধ্যে কম ঘুমকেই বেশি দায়ী করেছেন বৃটেন ও ইতালির গবেষকরাতাদের মতে, বেশি ঘুম স্বাস্থ্যের জন্য হানিকর হতে পারেকিন্তু প্রয়োজনের চেয়ে কম ঘুম অকালমৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়

বৃটেনের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ঘুম, স্বাস্থ্য ও সমাজ প্রোগ্রামের প্রধান প্রফেসর ফ্রান্সিসকো কাপ্পুক্কিও বলেছেন, ‘আধুনিক সমাজে মানুষের ঘুমের গড় পরিমাণ কমে যাচ্ছেযারা সার্বক্ষণিকভাবে শ্রমে নিযুক্ত, তাদের ক্ষেত্রে এটা খুব ক্ষতিকর একটা ব্যাপারশারীরিক পরিশ্রমের ক্ষেত্রে ঘুমটা খুবই জরুরি

তিনি অবশ্য মানুষের স্বাস্থ্য রক্ষায় ঘুম কেন এত বেশি জরুরি তা বুঝতে হলে আরো গবেষণার দরকার বলে মনে করেন

ওদিকে লফবোরাফ স্লিপ রিসার্চ সেন্টারের প্রফেসর জিম হোর্ন মনে করেন, বেশিরভাগ মানুষের জন্য পাঁচ ঘণ্টা ঘুম মোটেই পর্যাপ্ত নয়তিনি বলেন, ‘ঘুম হলো লিটমাস পেপারের মতোএটা শরীর থেকে সব রকমের ক্লান্তি শুষে নেয়


No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.