Header Ads

Best Electronics

এই প্রথম কোনো বিজ্ঞাপনের একসঙ্গে রিয়াজ-পপি



ঢালিউডের দুই জনপ্রিয় মুখ রিয়াজ পপি ১০ বছর পর একসঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন এই প্রথম কোনো বিজ্ঞাপনের শুটিংয়ে একসঙ্গে জুটি বাঁধলেন তারা
রিয়াজ-পপি

সাভারের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে স্কয়ার টয়লেট্রিজের চাকা বল সাবানের বিজ্ঞাপন এটি
বিজ্ঞাপনে শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়ক রিয়াজ বলেন, পপির সঙ্গে চলচ্চিত্রে অনেক কাজ করেছি। তাও ১০ বছর হয়ে গেল। এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম একসঙ্গে। সব মিলিয়ে ভালোই লাগছে। তাছাড়া বিজ্ঞাপনের আইডিয়াটাও বেশ মজার
বিষয়ে বিজ্ঞাপনের নির্দেশক রেদওয়ান রনি বলেন, এই বিজ্ঞাপনের মাধ্যমে একটি পরিষ্কার প্রেমের গল্পে তাদের দেখা যাবে। তাদের প্রথম বিজ্ঞাপন এটি। ফলে নির্মাতা
হিসেবে আমিও চেয়েছি কিছু চমক রাখার খুবই মজার দৃশ্য দিয়ে সাজানো হয়েছে আশা করছি সবাই চমকিত হবেন
মিডিয়াকম লিমিটেডের তত্ত্বাবধানে নির্মাণ প্রতিষ্ঠান পপকর্নের ব্যানারে নির্মিত হওয়া এই বিজ্ঞাপনটি শিগগিরই দেশের সব টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানান নির্দেশক
সর্বশেষ রিয়াজ-পপি জুটি হয়েছেন ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাকি যাদু করিলাতে। এছাড়া রিয়াজ-পপির উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘বিদ্রোহ চারিদিকে’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘ক্ষ্যাপা বাসু’, ‘মেঘের কোলে রোদপ্রভৃতি

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.