স্যামসং আনছে ৪ ক্যামেরাযুক্ত ফোন
ভিউ
পয়েন্টঃ মোবাইল ফোন জগতে নতুন চমক দেখাতে ৪ ক্যামেরাযুক্ত ফোন আনছে স্যামসং। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি আগামী মাসের মধ্যেই নতুন এ পণ্য বাজারে আনতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
![]() |
Samsung 4 Camera Phone |
স্যামসংয়ের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের ফোনেই নতুন এই
সুবিধা সংযোজন করা হচ্ছে। অক্টোবরের
১১ তারিখ নতুন এই
স্মার্টফোনটি লঞ্চ হতে পারে।
চারটি ক্যামেরাযুক্ত এ ফোনের নাম
দেয়া হয়েছে ‘ফোর এক্স
ফান’। রয়েছে
দুর্দান্ত আরও অনেক ফিচার্স।
নতুন এ ফোনটির দাম
কেমন হবে বা অন্যান্য
বিস্তারিত কোনো তথ্য এখনো
প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান।
No comments