শিক্ষামূলক কিছু ওয়েবসাইট
আমাদের
অনেকে
হয়তো
জানিও
না
যে
ইন্টারনেটের অনেকটা
অংশ
জুড়েই
রয়েছে
জ্ঞানের সমাহার। কেউ
যদি
স্বেচ্ছায় কোনো
বিষয়ে
শেখার
ব্যাপারে ইচ্ছে
পোষণ
করে,
তাহলে
তার
জন্য
রয়েছে
অনেকগুলো ওয়েব
পেজ
যেখানে
যে
কেউ
তার
সুবিধাজনক সময়ে
নিজস্ব
গতিতে
জ্ঞান
আহরণের
কাজটি
চালিয়ে
যেতে
পারে।
![]() |
| শিক্ষামূলক ওয়েবসাইট |
আজ আপনাদের সাথে
এমন
কিছু
ওয়েবসাইটকেই পরিচয়
করিয়ে
দিবে।
উইকিহাউঃ
আপনি
যদি
কোন
কাজ
কেমন
করে
করতে
হবে
সে
ব্যাপারে জানতে
চান,
তাহলে
আপনার
জন্যই
উইকিহাউ ওয়েবপেজটি। এই
পেজে
ধাপে
ধাপে
কোন
কাজ
কিভাবে
করতে
হবে
তা
সাবলীল
ভাষায়
বর্ণনা
করা
হয়ে
থাকে।
এই
পেজটির
সার্চিং সুবিধা
ব্যবহার করে
যে
কেউ
তার
প্রয়োজনীয় কাজের
ব্যাপারে বিস্তারিতভাবে জানতে
পারবে।
পেজটির
তথ্যগুলো চমৎকারভাবে গোছানো
যা
একজন
দর্শকের চোখে
সহজেই
মানানসই। এছাড়াও
পেজটি
যেকোন
কাজের
সময়
কি
কি
সাবধানতা অবলম্বন করা
প্রয়োজন তাও
উল্লেখ
করে
থাকে।
এডএক্সঃ
এডএক্স
হচ্ছে
মুক্ত
শিক্ষা
মাধ্যম
যেখানে
যে
কেউই
বিনামূল্যে আন্তর্জাতিক মানের
শিক্ষা
অর্জন
করতে
পারে।
হার্ভাড বিশ্ববিদ্যালয় এবং
এমআইটি
বিশ্ববিদ্যালয়ের যৌথ
উদ্যোগে এডএক্স
২০১২
সালে
যাত্রা
শুরু
করে।
মূলত
এডএক্স
প্রযুক্তি, ব্যবসায় ভিত্তিক বিষয়ে
এডএক্স
কোর্স
এর
কার্যক্রম পরিচালনা করে
থাকে।
যদিও
কোর্সগুলো দেখে
শেখা
এবং
অনুশীলনা করা
সম্পূর্ণ বিনামূল্যে এডএক্স
কর্তৃপক্ষ অনুমোদন করে
থাকে,
কিন্তু
কেউ
যদি
কোর্স
পরিচালক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পেতে
চায়,
তাকে
একটি
নির্দিষ্ট মূল্য
পরিশোধ
করতে
হবে।
লাইফহ্যাকারঃ
দৈনন্দিন জীবনে
আমরা
অনেক
কাজই
এমনভাবে করি
যা
আরো
নানাভাবে করা
সম্ভব।
লাইফহ্যাকার নামক
ওয়েবপেজটি জীবনের
বিভিন্ন কাজের
ব্যাপারে পরামর্শ দিয়ে
থাকে
যাতে
করে
যে
কেউ
একটি
কাজ
সর্বোচ্চ দক্ষতার সাথে
করতে
পারে।
জীবনের
নিত্তদিনের প্রয়োজনীয় ব্যাপারে এদের
দিকনির্দেশনাগুলো অনুসরণীয়।
ডুয়োলিংগোঃ
জীবনে
নানা
প্রয়োজনেই আমাদের
বিদেশি
ভাষা
শেখার
প্রয়োজন পড়ে।যেকোন নতুন
ভাষা
শিক্ষাই বেশ
পরিশ্রমসাধ্য। তবে
ডুয়োলিংগো এই
কঠিন
কাজটিকে অনেকটাই সহজ
করে
দিয়েছে। ডুয়োলিংগো বেশ
মজা
করেই
মানুষকে অন্য
ভাষার
সাথে
পরিচিত
করে,
এবং
তাদের
এই
প্রচেষ্টা ইতিমধ্যেই বেশ
সফলতা
পরিচয়
করিয়ে
দিয়েছে।
ওলফ্রাম আলফাঃ
বেশ
দ্রুতই
ওলফ্রাম আলফা
পেজটি
তাৎক্ষণিক অভিজ্ঞ
পরামর্শ এর
জন্য
পরিচিত
হয়ে
উঠেছে।
যেকোন
সমস্যা
এই
পেজটি
তাদের
গাণিতিক পদ্ধতিতে সমাধান
করবার
চেষ্টা
করে
এবং
সেই
সমাধানের বিভিন্ন পর্যায়কে ধাপে
ধাপে
বর্ণনা
করে।
উদাহরণস্বরূপ বলা
যায়,
কেউ
যদি
কোন
গাণিতিক সমস্যার সমাধান
করতে
গিয়ে
সফল
না
হয়,
তাহলে
এই
পেজটির
সাহায্যে ভুলটি
কোথায়
হচ্ছে
এবং
সঠিক
সমাধানের জন্য
কি
করা
প্রয়োজন তার
নির্দেশনা প্রদান
করবে।
কোডএকাডেমিঃ
আপনি
কি
ওয়েব
প্রোগ্রামিং শিখতে
চান?
তাহলে
আপনাকে
এইচটিএমএল, সিএসএস,
জাভাস্ক্রিপ্ট ইত্যাদি শিখতে
হবে।
আর
এই
ভাষাগুলো শেখার
জন্য
কোডএকাডেমি খুবই
কার্যকরী একটি
পেজ।
যেকেউ
বিনামূল্যে এখানে
ওয়েব
প্রোগ্রামিং এর
প্রয়োজনীয় জ্ঞান
অর্জন
করতে
পারবেন। এছাড়া
এই
পেজে
একটি
ফোরামের ব্যবস্থা করা
হয়েছে
যেখানে
নতুন
প্রোগ্রামাররা তাদের
সমস্যা
উল্লেখ
করতে
পারবেন
এবং
অভিজ্ঞ
প্রোগ্রামাররা সেই
সমস্যা
সমাধানের ব্যাপারে দিক
নির্দেশনা দিতে
পারবেন।
ডিজিটাল ফটোগ্রাফি স্কুলঃ
অনেকের
কাছেই
এখন
উন্নতমানের ডিজিটাল ক্যামেরা রয়েছে,
কিন্তু
তাই
বলে
সবার
তোলা
ছবি
মানসম্পন্ন হয়
না।
ক্যামেরার পেছনের
মানুষটি দক্ষতা
ক্যামেরার ক্ষমতাকে কার্যকরী করে।
ডিজিটাল ফটোগ্রাফি স্কুল
ফটোগ্রাফির খুঁটিনাটি যাবতীয়
বিষয়
নিয়েই
নির্দেশনা দিয়ে
থাকে।
যেকোন
শিক্ষানবিশ ফটোগ্রাফারের জন্য
এই
পেজটি
যথেষ্ঠ
উপকারী।
অলরেসিপিসঃ
রান্না
জীবনের
এক
অবিচ্ছেদ্য অংশ।
আর
তাই
রান্না
শেখাটা
গুরুত্বপূর্ণ। অলরেসিপিস রান্নার রেসিপি
এবং
আরো
নানা
আনুষঙ্গিক বিষয়ের
উপর
নির্দেশনা দিয়ে
থাকে।
অলরেসিপিস ওয়েবপেজে প্রায়
৩
কোটি
রাধুনীর রান্নাবিষয়ক বিভিন্ন নির্দেশনা রয়েছে।
উপিডঃ
উপিড
প্রযুক্তি শিক্ষার উপর
বিভিন্ন ভিডিও
লেকচার
বিনামূল্যে প্রদান
করে
থাকে।
কম্পিউটার, ম্যাক,
এবং
বিভিন্ন গুরুত্বপূর্ণ সফটওয়ার এর
উপর
ভিডিও
নির্দেশনা দিয়ে
থাকে
এই
পেজটি।
খান একাডেমিঃ
খান
একাডেমি কেবল
জ্ঞানের বিভিন্ন স্তরের
উপর
ভিডিও
নির্দেশনা দিয়েই
ক্ষান্ত হয়নি,
তারা
শিক্ষার্থীদের অনুশীলনের ব্যাপারটিও নিশ্চিত করবার
চেষ্টা
করেছে।
শিক্ষার্থীরা এই
পেজে
তাদের
প্রতিদিনকার অগ্রগতি সম্পর্কেও জানতে
পারে।
নতুন
কিছু
শিখবার
জন্য
এই
পেজটি
বেশ
উপযোগী
এবং
জনপ্রিয়ও বটে।


No comments