রেড হ্যাট Red Hat
রেড হ্যাট Red Hat
![]() |
red-hat-View point |
রেড হ্যাটের প্রতিষ্ঠাতা মার্ক উরিহম দাদার
প্রতিষ্ঠিত কলেজে পুরস্কার
হিসেবে একটি হ্যাট বা
টুপি উপহার পান, যেটিতে
সাদা ও লাল রঙের
চেক ছিল। পরে তিনি
সেই পুরস্কারের হ্যাটটি হারিয়ে ফেলেন। অনেক
খোঁজাখুঁজির পরও তিনি তাঁর
হারিয়ে যাওয়া হ্যাটটি আর
খুঁজে পানি। তিনি তাঁর
হারিয়ে যাওয়া হ্যাটটি খুঁজে
পাওয়ার জন্য তাঁর পাঠকদের
মাঝে লিনাক্সের রেড হ্যাট বেটা
ভার্সন রিলিজ করেন। পরে
এই রেড হ্যাট বেশ
জনপ্রিয় হয়ে উঠে। এই
নামের মাঝেই মূলত মার্ক
তাঁর হারিয়ে যাওয়া হ্যাটটি
বাস্তবে না হলেও কল্পনাতে
খুঁজে পান।
No comments