Header Ads

Best Electronics

রেড হ্যাট Red Hat



রেড হ্যাট  Red Hat
red-hat-View point

রেড হ্যাটের প্রতিষ্ঠাতা মার্ক উরিহম দাদার প্রতিষ্ঠিত কলেজে  পুরস্কার হিসেবে একটি হ্যাট বা টুপি উপহার পান, যেটিতে সাদা লাল রঙের চেক ছিল। পরে তিনি সেই পুরস্কারের হ্যাটটি হারিয়ে ফেলেন। অনেক খোঁজাখুঁজির পরও তিনি তাঁর হারিয়ে যাওয়া হ্যাটটি আর খুঁজে পানি। তিনি তাঁর হারিয়ে যাওয়া হ্যাটটি খুঁজে পাওয়ার জন্য তাঁর পাঠকদের মাঝে লিনাক্সের রেড হ্যাট বেটা ভার্সন রিলিজ করেন। পরে এই রেড হ্যাট বেশ জনপ্রিয় হয়ে উঠে। এই নামের মাঝেই মূলত মার্ক তাঁর হারিয়ে যাওয়া হ্যাটটি বাস্তবে না হলেও কল্পনাতে খুঁজে পান।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.