Header Ads

Best Electronics

প্রযুক্তি ব্যক্তিত্ব : অ্যালান কুপার



তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ভিজ্যুয়াল বেসিকআধুনিক সব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেএই ভিজ্যুয়াল বেসিকের জনক বলা হয় অ্যালান কুপারকে১৯৫২ সালের ৩ জুন জন্ম নেওয়া কুপার স্থাপত্যবিদ্যা নিয়ে পড়ালেখা শুরু করেনপড়ালেখা করার টাকা জোগাড় করতেই তিনি প্রোগ্রামিং শিখে খণ্ডকালীন একটি কাজ শুরু করেন
প্রযুক্তি ব্যক্তিত্ব অ্যালান কুপার

সত্তরের দশকে কুপার স্ট্রাকচারড সিস্টেম গ্রুপনামে প্রথম একটি সফটওয়্যার কোম্পানি গড়ে তোলেনপরে তিনি গর্ডন ইউব্যাংকস-এর সাথে সি বেসিকনিয়ে কাজ শুরু করেনমাইক্রোসফটের বিল গেটস এবং পল  অ্যালেনের তৈরি মাইক্রোসফট বেসিক’-এর শুরুর দিকের প্রতিদ্বন্দ্বী ছিলো এই সি বেসিকপরে তিনি ১৯৮৮ সালে উইন্ডোজের জন্য ভিজ্যুয়াল বেসিক তৈরি করেনভিজ্যুয়াল বেসিক ছাড়াও অ্যাবাউট ফেস৩: দ্য অ্যাসেনশিয়াল অফ ইন্টার্যাকশন ডিজাইনএবং দ্য ইনমেটস আর রানিং দ্য অ্যাসাইলাম: হোয়াই হাই-টেক প্রোডাক্টস ড্রাইভ আস ক্রেজি অ্যান্ড হাউ রিস্টোর দ্য স্যানিটিশীর্ষক দুইটি বইয়ের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.