Header Ads

Best Electronics

একাকীত্ব

একাকীত্ব
কবীর হুমায়ুন


আমার পৃথিবীর এক প্রান্ত হতে আরেক প্রান্তে কুয়াশায়া ছুঁয়ে যায় জোনাকিরা আলো জ্বেলে যায় দুঃখের আঁধার সরিয়ে দেবার প্রচেষ্ঠায়, জোনাকিদের মিটি মিটি আলো শত চেষ্টা করেও পারে না কুয়াশাছন্ন আঁধারকে দূরিভূত করতেদিগন্ত জোড়া সবুজ ধান ক্ষেতের ওধারে কুয়াশা ঢাকা গ্রাম, পাখিরা ডেকে যায়, একাকীত্ব আমাকে গ্রাস করে, নিজের অস্তিত্ব ভুলে যাই এভাবে কেটে যায় ………..
একাকীত্ব

কিছু ভালবাসাকে আগলে রেখে আমি চেয়ে দেখি নক্ষত্রের আলো আকাশে ছুটে চলা মেঘ আর তাতে চাঁদের আলো আঁধারির খেলা, কতো কথা বলে যায় তারা, বুঝিনা আমি সময় নিশাচর পাখিরা কি আনন্দে আর কি বা দুঃখে ডেকে যায়, রাতে নিঃস্তদ্ধতাকে বাড়িয়ে দেয় আরো এমন মুহূর্তে একনদী কষ্ট ভিড় করে, আমার আর তার মাঝে কিছু সুখ খুঁজি হায়! সুখ সেতো আমার জীবনে অপরিচিতই রয়ে গেল হাত বাড়িয়ে দেই উত্তরের বাতাস এসে ধরা দেয় হাতে আদরের পরশ ভুলিয়ে যায় ধানের নরম শীর্ষে তারা কনে কানে বলে আমাকে আর কিছু কাল অপেক্ষা কর, নক্ষত্রের আলো তোমাকে পথ দেখাবে, পাখিরা সঙ্গ দেবে তোমাকে, তোমার সব একাকীত্ব নিয়ে নেবে হিমেল জ্যোৎস্না …… আধো আমার অপেক্ষার কি শেষ হবে ?

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.