Header Ads

Best Electronics

‘এক যে ছিল রাজা’ ট্রেলার মুক্তিতে রাজকীয়তা



ভিউ পয়েন্ট ডেক্সঃ মুক্তির আগে ছবির টিজার ট্রেলার প্রকাশ করেছে ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ (১০ সেপ্টেম্বর) কলকাতার ১১২ রিপন স্ট্রিটের ঐতিহাসিক ভাওয়াল রাজার বাড়িতেই সাড়ম্বর এই আয়োজন ছিল
আর ওই আয়োজন যেন তারার মেলায় পরিণত হয়। কেননা, সেখানে ছবিটির কলাকুশলী থেকে ক্রু সদস্য সবাই উপস্থিত ছিলেন। ছবির টিজার-ট্রেলার উন্মোচনের এই আয়োজনের জন্য ঢাকা থেকে উড়ে আসেন জয়া আহসান
‘এক যে ছিল রাজা’-ভিউ পয়েন্ট

এই ছবির সঙ্গে তার অনেক আবেগ জড়িয়ে আছে। কেননা, ছবিটিতে তিনি শুধু একজন অভিনেত্রীই ছিলেন না বরং গাজীপুর, পূবাইল কিংবা ভাওয়াল গড়ের বহু এলাকায় ঘুরে সেই এলাকার নানা তথ্য তুলে এনেছিলেন জয়া
তাই ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানের এক ফাঁকে জয়া আহসান বললেন, “আমার কাছে এটি শুধু একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। এমনকি, এই ছবিতে আমি আমার স্থানীয় ভাষায় কথা বলতে পেরেছি।
ছবির নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় বললেন, “ছবির পরিকল্পনার পর প্রথম আমি জয়াকেই জানিয়েছিলাম ওর কাছে আমি এতো সাহায্য পেয়েছি তা বলে বোঝানো যাবে না জয়া এই ছবিতে শুধু একজন অভিনেত্রীই নন, তিনি আমার ক্রু-মেম্বারও
ভাওয়ালের রাজার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। তিনি জানালেন, প্রায় তিন ঘণ্টা ধরে তার মেকআপ নিতে হয়েছে। কোনও কষ্ট হয়নি। এই রকম একটা চরিত্রে অভিনয় করতে পারাটাও ভাগ্যের। আর সহ শিল্পী জয়া আহসানের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “ কী মানের অভিনেত্রী সেটা ইতিমধ্যে বাংলা সিনেমার দর্শকরা বুঝে গিয়েছেন।
এক যে ছিল রাজাছবিতে যীশুর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাজনন্দিনী পাল আর বোনের চরিত্রে জয়া আহসান রাজা মহেন্দ্র কুমার চৌধুরীর আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল সেনগুপ্ত, শ্রীনন্দা শঙ্কর, বরুণ চন্দ সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত পূজা উপলক্ষে আগামী ১২ অক্টোবর মুক্তি পাবেএক যে ছিল রাজা

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.