শিরোপা জিততেই দুবাই এসেছি: সাকিব
ভিউ পয়েন্ট ডেক্সঃ ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের ১৪তম আসর। ফাইনালি লড়াই হবে২৮ সেপ্টেম্বর। এশিয়া কাপে অংশ নিতে দুবাই অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়ার এ প্রতিযোগিতায় নিজেদের টার্গেট নিয়ে সাকিব আল হাসান বলেন, শিরোপা জিততেই আমরা এখানে এসেছি। এই মুহূর্তে আমাদের লক্ষ্য শুরুটা ভালো করা। এরপর টার্গেট থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা।
![]() |
সাকিব আল হাসান |
মঙ্গলবার জাতীয় দলের সঙ্গে অনুশীলন শেষে সাকিব বলেন, আফগানদের বিপক্ষে আমরা আগেও খেলেছি। ওদের সম্পর্কে আমাদের ধারণা আছে। আমার বিশ্বাস ওয়ানডে ফরম্যাটে ভালো কিছু করতে পারব।
এশিয়া কাপে অংশ নিতে
গত রোববার ঢাকা ত্যাগ
করে বাংলাদেশ ক্রিকেট দল। ছুটিতে
থাকা সাকিব যুক্তরাষ্ট্র থেকে
সরাসরি দুবাইয়ে দলের সঙ্গে যোগ
দিয়েছেন।
এশিয়া কাপের গ্রুপ পর্বে
বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও আফগানিস্তান। যুদ্ধ
বিধ্বস্ত আফগানদের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে
পরাজিত হয় বাংলাদেশ। তবে
এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে
হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলায় আত্মবিশ্বাসী
বাংলাদেশ দল।
No comments