Header Ads

Best Electronics

বিজয় দিবসের টেলিফিল্ম : ‘জয়নব বিবি মরে নাই’



ভিউ পয়েন্ট: বিজয় দিবসের জন্য নির্মিত একটি টেলিফিল্মে অভিনয় করেছেন অভিনেত্রী নির্মাতা অরুণা বিশ্বাস নামজয়নব বিবি মরে নাই মুক্তিযুদ্ধের গল্প নিয়ে মান্নান হীরা রচিত এই টেলিফিল্মটি পরিচালনাও করেছেন তিনি

বিজয় দিবসের জন্য টেলিফিল্মে অভিনেত্রী অরুণা বিশ্বাস

এতে নাম ভূমিকায় দেখা যাবে অরুণাকে সম্প্রতি ধামরাইয়ের বাড়িগাঁওতে টেলিফিল্মটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে এতে অরুণার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে জ্যোতিকা জ্যোতিকেও দেখা যাবে টেলিফিল্মটি প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘আগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে আমি অভিনয় করতাম কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন
বিভিন্ন ধরনের গল্প নিয়ে আমি নাটক টেলিফিল্ম নির্মাণ করেছি। মান্নান হীরা ভাইয়ের কাছ থেকে যখন এই টেলিফিল্মের স্ক্রিপ্ট পেলাম, এক নিমিষে পড়ে ফেললাম। জয়নব বিবির চরিত্রে আমি নিজেকেই দাঁড় করলাম
সময়ে এসে নিজেকে ধরনের চরিত্রের জন্য পূর্ণ মনে করি তাই চরিত্রটিতে অনেক আন্তরিকতা নিয়ে অভিনয় করেছিতিনি আরও বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের গল্প নিয়ে কাজ করেন তাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা উচিত
যেন তারা ধারাবাহিকভাবে তা নির্মাণ করে যেতে পারেন। তাতে প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত থাকবে।আগামী বিজয় দিবসে চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচার হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও অরুণা বিশ্বাস আরও কয়েকটি নাটকের কাজ হাতে নিয়েছেন। শিগগিরই সেগুলোর শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.