ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ
ভিউ
পয়েন্ট ডেক্সঃ রাজধানীসহ দেশের
বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
হয়েছে। বুধবার
সকাল ১০টা ৫০ মিনিটে
ভূমিকম্পটি আঘাত হানে।
রাজধানী ছাড়া দেশের চট্টগ্রাম,
খুলনা, রাজশাহী, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও ফেনীতে একযোগে
এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
![]() |
ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ |
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ জানান, রিখটার
স্কেলে এই ভূমিকম্পের মাত্রা
ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল
ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে ২৯৩ কিলোমিটার
উত্তরে, ভারতের আসামে।
এর আগে ১০টা ২৫
নাগাদ কম্পন অনুভূত হয়েছে
ভারতের উত্তরবঙ্গ ও কলকাতায়। এদিকে এ
রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হয়
কম্পন। আতঙ্কে
ঘর ছেড়ে বাইরে বেরিয়ে
আসেন মানুষ। কোচবিহার,
জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, কালিম্পং,
শিলিগুড়িতেও ভূমিকম্প। ভূপৃষ্ঠ
থেকে ১৩ কিমি গভীরে
কম্পন হয়েছে। ঝাড়খন্ড,
বিহার, এমনকি মায়ানমারও বাদ
পড়লনা। রাজ্যে
উত্তরবঙ্গে বেশি অনুভূত হয়েছে
কম্পন। প্রায়
২৫ সেকেন্ড স্থায়ীত্ব ছিল ভূমিকম্পের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়,
আসামের ধুবড়ি জেলার সাপাত
গ্রাম এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
রিখটার স্কেলে এর মাত্রা
ছিল ৫ দশমিক ৬।
No comments