Header Ads

Best Electronics

বিগ বস ১২ তে অংশ নিচ্ছেন না করণবীর বোহরা ও তাঁর স্ত্রী তেজয়



ভিউ পয়েন্ট ডেক্সঃ সম্প্রতি শোনা গিয়েছিল করণবীর বোহরা এবং তাঁর স্ত্রী তেজয় সিধু ভাগ নিতে চলেছেন বিগ বস ১২-তে একান্ত সাক্ষাৎকারে এক্সপ্রেস ডট কমের কাছে তাঁরা স্বীকার করেন, বিগ বসের জন্য তাদের বলা হয়েছিল কিন্তু রাজি হননি দম্পতি করণ বলেন, ”আমাদের শোয়ের জন্য বলা হয়েছিল সত্যি কথা বলতে, আগেও আমাদের বলা হয়েছিল
করণবীর বোহরা ও তাঁর স্ত্রী তেজয়

তেজয় আরও বলেন, ”আমাদের দুটো বাচ্চা রয়েছে, তাদের ছেড়ে তিনমাসের জন্য শোয়ে আসা সম্ভব নয় বাচ্চা দুটো ভীষণই ছোট আর আমাদের ওপরই নির্ভরশীল বেলা আর ভিয়েনা, আমার বাবা-মার কাছেও থাকে, কিন্তু ওদের তো বাবা-মাকেও প্রয়োজন আমি মায়ের কর্তব্যে কোনও খামতি রাখতে পারব না হয়তো আজ থেকে ১০ বছর পর ওরা কিছুটা বড় হয়ে গেলে বিগ বসের মতো শো দারুণ ব্রেক হতে পারে আর করণ তো ওদের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে
করণ জানান, ”আমি খুব কাছ থেকে শোটা দেখি কিন্তু বাচ্চাদের সঙ্গে আমি আরও ইমোশনালি জড়িত। ওদের ছেড়ে থাকতে পারবনা যখন জানতে চাওয়া হল কীধরণের প্রতিযোগীকে শোয়ে দেখতে চাননা? করণ বলেন, ”আমি মনে করিনা আমরা সিন্ধান্ত নোওয়ার কেউ নই যে শোয়ে কে আসবে আর কে আসবেনা। দেখতে মজা লাগে বিভিন্ন ধরণের চরিত্ররা এক ছাদের তলায় আসে তেজয় সর্মথন করেই কথাটা বলেন, ”আমার তো মনে হয় শোয়ের সৌন্দর্য্য এটাই যে কোন কোন প্রতিযোগী আসবে এই শোয়ে সেটা রহস্যের আবরণে থাকে দিল্লীতে কসৌটি জিন্দেগি কে- প্রচারে গিয়েছিলেন এই কপিল

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.