প্রথম বর্ষ স্নাতক সম্মান ও পাস কোর্সে ভর্তির আবেদন শুরু
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ
চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে প্রথম
বর্ষ স্নাতক সম্মান ও পাস কোর্সে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া
শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী
ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি
প্রক্রিয়ার উদ্বোধন করেন।
![]() |
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ |
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক
ড. আবু মো. দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল
হক, সাত কলেজ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের
ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবু তালেব ও বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে শিক্ষার্থীরা ৭ কলেজে ভর্তির ওয়েবসাইটের
(www.7collegedu.com) মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী ২৫ অক্টোবর
বৃহস্পতিবার পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত
সরকারি সাতটি কলেজ হচ্ছে -ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা
কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি
মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
পরীক্ষার সময় ও আসন
সাত সরকারি কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর
শুক্রবার, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর
শনিবার এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুক্রবার
অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ইউনিটের অধীনে ৬ হাজার ৫০০টি, কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটের
অধীনে ১১ হাজার ৬৩০টি এবং বাণিজ্য ইউনিটের অধীনে ৫ হাজার ২১০টি আসন রয়েছে।
No comments