ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
পাসের হার ১৪ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ
স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৪৭৪৭ জন পাশ করে, পাসের হার ১৪ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ
কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
গত ২১ সেপ্টেম্বর শুক্রবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা
অনুষদভুক্ত এ ইউনিটে এ বছর দুই হাজার ৩৭৮ আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর
সংখ্যা ছিল ৩৩ হাজার ৮৯৭ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ
নিয়েছে ১৪ জন।
No comments