Header Ads

Best Electronics

ভিভো স্মার্টফোনের ডিসপ্লের মধ্যেই আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং



ভিউ পয়েন্ট: স্মার্টফোনের ডিসপ্লের মধ্যেই আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি এতে স্মার্টফোন হয় নিরাপদ দেশে প্রথমবারের মতো ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি, ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোন আনল চীনের স্মার্টফোন নির্মাতা ভিভো
Vivo-V11-Pro

গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে নতুন স্মার্টফোনের ঘোষণা দেন ভিভো বাংলাদেশের ব্যবস্থাপক মি. ডিউক
ভিভোর কর্মকর্তারা জানান, ভিভোর ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে প্রথম। নতুন দুটি ফোনের রয়েছে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, দুটি রিয়ার ক্যামেরা, মোট তিনটি ক্যামেরা। ভি১১ প্রোতে রয়েছে হ্যালো ফুল ভিউ ডিসপ্লে
ভিভোর নিজস্ব অ্যান্ড্রয়েড ফর্ক ফানটাচ ., যা অ্যান্ড্রয়েড .-এর ওপর ভিত্তি করে তৈরি। ভিভো ভি১১ প্রো এবং ভি১১-তে রয়েছে যথাক্রমে .৪১ ইঞ্চি . ইঞ্চি ডিসপ্লে
ফোনগুলোয় রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, সঙ্গে জিবি ্যাম ভি১১ প্রোর দাম ৩৪ হাজার ৯৯০ টাকা আর ভি১১-এর দাম ২৭ হাজার ৯৯০ টাকা

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.