আসুস এর নতুন ল্যাপটপ ভিভোবুক এস ৫৩০
ভিউ পয়েন্টঃ তাইওয়ানিজ
টেকনোলজি ব্রান্ড আসুস দেশের বাজারে
নিয়ে এলো নতুন আসুস
ভিভোবুক এস ৫৩০ ল্যাপটপ। আসুস
এর ভিভোবুক এস সিরিজের নতুন
এই ল্যাপটপ ফার্মামেন্ট গ্রিন, স্টার গ্রে,
সিলভার ব্লু, গান মেটাল
ও আই-সাইকেল গোল্ড
রঙে পাওয়া যাবে।
ফার্মামেন্ট গ্রিনটির কীবোর্ডের চারপাশে একটি কাপড়ের টেক্সচার
যুক্ত ফিনিশ রয়েছে, যেখানে
আইসাইকেল গোল্ড ব্রাশ ফিনিশ
ডিজাইনে তৈরি।
![]() |
আসুস ভিভোবুক এস ৫৩০ |
আসুস ভিভোবুক এস ৫৩০ -এ
থাকছে নতুন অনেক ফিচার।
নোটবুকটির আরেকটি দারুণ ফিচার
হচ্ছে এর “আর্গোলিফট হিঞ্জ”
ডিজাইন- নোটবুকটি খোলার সঙ্গে সেঙ্গে
পেছনের দিকটায় খানিকটা ওপরে
উঠে এসে এর কি
বোর্ড-টিতে ৩.৫
ডিগ্রি বাঁক সৃষ্টি করে।
যার ফলে এতে টাইপিং
অভিজ্ঞতা ডেস্কটপ কম্পিউটারের মতই আরামদায়ক।
আসুস ভিভোবুক এস ৫৩০ তে
আরও থাকছে তিনদিকের ন্যানো
এজ ডিসপ্লে- যা এর চারপাশের
ব্যাজেল কমিয়ে এনে এর
স্ক্রিন টু বডি রেশিও
করেছে ৮৬%। ফলে
এর ডিসপ্লে সাধারণ যেকোনো ল্যাপটপ
থেকে অনেক বেশি উপভোগ্য।
ল্যাপটপটি মাত্র ৪৯ মিনিটে
৬০ ভাগ চার্জ করে
নিতে সক্ষম। উন্নত নিরাপত্তা
নিশ্চিত করতে এতে থাকছে
জেনুইন উইন্ডোজ ১০ সহ বায়োমেট্রিক
ফিঙ্গার প্রিন্ট সেন্সর যা উইন্ডোজ
হ্যালো নিরাপত্তা সমর্থন ব্যবস্থা।
আসুস ভিভোবুক এস ৫৩০ তে
থাকছে ইন্টেলের ৮ম প্রজন্মের শক্তিশালী
প্রসেসরসহ ২৪০০বাস স্পিডের ৮ গিগাবাইট ডিডিআর
৪ র্যাম। তবে
ব্যবহারকারী ১৬ গিগাবাইট পর্যন্ত
বাড়িয়ে নিতে পারবেন।
উন্নত গ্রাফিক্স পারফরমেন্স নিশ্চিত করেতে এতে আরও
থাকছে ২গিগাবাইট এর এনভিডিয়া জি-ফোর্স এর এমএক্স
১৩০/ এমএক্স ১৫০ গ্রাফিক্স
। স্টোরেজ-এ
দেয়া ডুয়েল স্টোরেজ ডিজাইন
- ১ টেরাবাইট হার্ডডিস্ক যা সলিড স্টেট
হাইব্রিড অথবা সলিড স্টেট
ড্রাইভসহ পাওয়া যাবে।
আসুসের এ ল্যাপটপ চলতি
মাস থেকে সারা দেশে
পাওয়া যাবে। ল্যাপটপটির বাজার
মূল্য ৪৭,০০০ টাকা
থেকে শুরু।
No comments