Header Ads

Best Electronics

পাঁচ ক্যামেরার স্যামসাং স্মার্টফোন



ভিউ পয়েন্ট ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি কুয়ালালামপুরে এক ইভেন্টে গ্যালাক্সি এ৯ স্মার্টফোনের ২০১৮ সংস্করণ উন্মুক্ত করেছে এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের পেছনে চারটি ক্যামেরার উপস্থিতি সেলফি তোলার জন্য রয়েছে আরও একটি ক্যামেরা এর মধ্য দিয়ে এই প্রথম পাঁচটি রিয়ার ক্যামেরাসহ লঞ্চ হল কোনো স্মার্টফোন
পাঁচ ক্যামেরার স্যামসাং স্মার্টফোন-view point

স্যামসাংয়ের এই স্মার্টফোনের শুরুর দাম ৫৯৯ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৮ হাজার টাকা) নভেম্বর থেকে এই ফোন বিক্রি শুরু হবে তবে বাংলাদেশের বাজারে এই ফোন কবে নাগাদ আসতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি
ছবি তোলার জন্য ফোনের পেছনে থাকবে চারটি ক্যামেরা এই ফোনের রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সরটি ২৪ মেগাপিক্সেল এর সঙ্গেই থাকবে একটি ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, একটি মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অন্যটি মেগাপিক্সেল ডেপথ সেন্সিং সেন্সর ফোনের সামনে থাকছে একটি ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যমেরা আর ফোনের ব্যাকআপের জন্য আছে হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.