আইফোন XR চলতি মাসে বাজারে
ভিউ পয়েন্ট ডেস্কঃ
২৬ অক্টোবর বাজারে আসছে অ্যাপলের
এ বছরের সস্তা আইফোন
Xআর। ১৯
অক্টোবর ডিভাইসটির প্রি-অর্ডার শুরু
করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। চলতি
বছরের ১২ সেপ্টেম্বর নতুন
তিনটি আইফোন উন্মোচন করেছে
অ্যাপল।
![]() |
IPhone X R-view point |
ইতিমধ্যে
বাজারে এসেছে আইফোন Xএস
ও আইফোন Xএস ম্যাক্স
এবার অপেক্ষাকৃত কম দামের নতুন
ডিভাইসটি বাজারে আনতে যাচ্ছে
নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন
এ ডিভাইসটির নকশাসহ প্রায় সব
প্রযুক্তিই আইফোন Xএস-এর
মতো। এখানে
সবচেয়ে বড় পার্থক্য ডিভাইসের
পর্দায়। অন্য
দুটি ডিভাইসে যেখানে ওলেড পর্দা
ব্যবহার করা হয়েছে, সেখানে
আইফোন Xআর-এর পর্দা
এলসিডি।
সম্পূর্ণ
নতুন প্রযুক্তির.৬.১ ইঞ্চি
এলসিডি পর্দা ব্যবহার করা
হয়েছে ডিভাইসটিতে। নতুন
এ পর্দার নাম বলা
হয়েছে ‘লিকুইড রেটিনা’।
ডিভাইসটি উন্মোচনের সময় অ্যাপলের সিনিয়র
ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার দাবি
করেন, ‘নতুন এ পর্দাটি
সবচেয়ে উন্নত এলসিডি পর্দা।’ আইফোন
X-এর ফেস আইডি আনা
হয়েছে আইফোন Xআর-এ।
তবে ডিভাইসটিতে আগের চেয়ে উন্নত
ও দ্রুতগতির হয়েছে ফেস আইডি। অন্যান্য
আইফোন X-এর মতো পেছনে
ডুয়াল ক্যামেরা রাখা হয়নি আইফোন
Xআর-এ। এর
বদলে নতুন একটি এফ/১.৮ অ্যাপারচার
ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা
হয়েছে ডিভাইসটিতে। বড়
এবং গভীর পিক্সেলের কারণে
ভালো মানের ছবি পাওয়া
যাবে এতে। আর
কম আলোতেও ভালো ছবি
ও ভিডিও ধারণ করবে
ডিভাইসটি। উন্নত
আইএসপি, নিউরাল ইঞ্জিন ও
উন্নত সফটওয়্যার অ্যালগদিমের কারণে অ্যাপলের ভাষায়,
‘ছবিতে দারুণ বোকেহ ইফেক্ট
দেবে’ এটি। ৬৪
গিগাবাইট মডেলের বাজারমূল্য বলা
হয়েছে ৭৪৯ মার্কিন ডলার। আর
১২৮ ও ২৫৬ গিগাবাইট
মডেলের দাম যথাক্রমে ৭৯৯
ও ৮৯৯ ডলার।
No comments