Header Ads

Best Electronics

আইফোন XR চলতি মাসে বাজারে



ভিউ পয়েন্ট ডেস্কঃ ২৬ অক্টোবর বাজারে আসছে অ্যাপলের বছরের সস্তা আইফোন Xআর ১৯ অক্টোবর ডিভাইসটির প্রি-অর্ডার শুরু করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি চলতি বছরের ১২ সেপ্টেম্বর নতুন তিনটি আইফোন উন্মোচন করেছে অ্যাপল
IPhone X R-view point

ইতিমধ্যে বাজারে এসেছে আইফোন Xএস আইফোন Xএস ম্যাক্স এবার অপেক্ষাকৃত কম দামের নতুন ডিভাইসটি বাজারে আনতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি নতুন ডিভাইসটির নকশাসহ প্রায় সব প্রযুক্তিই আইফোন Xএস-এর মতো এখানে সবচেয়ে বড় পার্থক্য ডিভাইসের পর্দায় অন্য দুটি ডিভাইসে যেখানে ওলেড পর্দা ব্যবহার করা হয়েছে, সেখানে আইফোন Xআর-এর পর্দা এলসিডি
সম্পূর্ণ নতুন প্রযুক্তির.. ইঞ্চি এলসিডি পর্দা ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে নতুন পর্দার নাম বলা হয়েছেলিকুইড রেটিনা ডিভাইসটি উন্মোচনের সময় অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার দাবি করেন, ‘নতুন পর্দাটি সবচেয়ে উন্নত এলসিডি পর্দাআইফোন X-এর ফেস আইডি আনা হয়েছে আইফোন Xআর-
তবে ডিভাইসটিতে আগের চেয়ে উন্নত দ্রুতগতির হয়েছে ফেস আইডি অন্যান্য আইফোন X-এর মতো পেছনে ডুয়াল ক্যামেরা রাখা হয়নি আইফোন Xআর- এর বদলে নতুন একটি এফ/. অ্যাপারচার ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে বড় এবং গভীর পিক্সেলের কারণে ভালো মানের ছবি পাওয়া যাবে এতে আর কম আলোতেও ভালো ছবি ভিডিও ধারণ করবে ডিভাইসটি উন্নত আইএসপি, নিউরাল ইঞ্জিন উন্নত সফটওয়্যার অ্যালগদিমের কারণে অ্যাপলের ভাষায়, ‘ছবিতে দারুণ বোকেহ ইফেক্ট দেবেএটি ৬৪ গিগাবাইট মডেলের বাজারমূল্য বলা হয়েছে ৭৪৯ মার্কিন ডলার আর ১২৮ ২৫৬ গিগাবাইট মডেলের দাম যথাক্রমে ৭৯৯ ৮৯৯ ডলার

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.