চীনে মাটির নিচে ১৮ তলা হোটেল
ভিউ পয়েন্ট ডেস্কঃ
চীনের সাংহাই শহরের কাছে সংজিয়াং
জেলার একটি খনি অঞ্চলে নির্মাণ
করা হচ্ছে একটি ১৮
তলা হোটেল।
হোটেলটির ১৬ তলাই থাকবে
মাটির নিচে। উপরে
থাকবে মাত্র দুটি তলা। নির্মাণাধীন
এ অভিনব হোটেলটির কাজ
এখন শেষপর্যায়ে রয়েছে।
![]() |
চীনে মাটির নিচে ১৮ তলা হোটেল |
৫০ হাজার বর্গমিটার আয়তনের
পরিত্যক্ত একটি পাথর কোয়ারির
ওপর এটা নির্মাণ করা
হচ্ছে। হোটেলটির কক্ষ সংখ্যা ৩৩৬টি।
সব কক্ষ নিয়ে করা
হবে আন্তর্জাতিক মানের ফাইভ স্টার
হোটেল। মজার বিষয় হচ্ছে,
নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই কক্ষ
বুকিং শুরু হয়ে গেছে।
২০১৯ সালের মধ্যে সব
কক্ষই বুকিং হয়ে যাবে
বলে আশা করা হচ্ছে।
হোটেলটির নামেই
অবশ্য
তার
বৈশিষ্ট্যের আভাস
পাওয়া
যায়। হোটেলটির সাইনবোর্ডে নাম
‘শিমাও
ওয়ান্ডারল্যান্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেল’। ডাক নাম
‘ডিপ
পিট
হোটেল’। ২০১৮ সালের
মে
মাসে
এর
উদ্বোধনের কথা
ছিল। নির্মাণকাজ শেষ
না
হওয়ায়
এর
উদ্বোধন পিছিয়ে
দেয়া
হয়। আশা
করা
হচ্ছে,
চলতি
বছরের
মধ্যে
এর
কাজ
শেষ
হবে। সেক্ষেত্রে ২০১৯
সালের
প্রথম
দিকেই
চালু
হতে
পারে
দৃষ্টিনন্দন হোটেলটি।
সাউথ
চায়না
মর্নিং
পোস্ট
জানায়,
২০০৬
সালে
প্রথম
ঘোষণা
দেয়া
হলেও
এর
নির্মাণকাজ শুরু
হয়
২০১৩
সালের
নভেম্বরে। হোটেলটির নানা
বৈশিষ্ট্য অবাক
করার
মতো।
প্রথমত,
হোটেলের পুরোটাই মাটির
নিচে।
ভূ-পৃষ্ঠ থেকে ১০০
মিটার
গভীর
খনির
৮০
মিটার
নিচে
পর্যন্ত ছড়িয়ে
রয়েছে
হোটেলটি। হোটেলের বেশ
কিছুটা
অংশ
রয়েছে
পানির
নিচে।
আর
এটাই
এ
হোটেলের প্রধান
আকর্ষণ। হোটেলের মাঝখানে কাচের
তৈরি
কৃত্রিম জলপ্রপাত রয়েছে।
No comments